Kali Puja Pushpanjali Mantra is the latest Bengali Song Sung by Dr. Soumik Das. Music Composed by Dr. Soumik Das. Kali Puja Pushpanjali Mantra Lyrics In Bengali Written by Traditional Kali Stotra and Song Programming Arrangements, Mixing and Mastering By Dr. Soumik Das.
  • Vocal And Music : Dr. Soumik Das
  • Lyrics : Traditional Kali Stotra
  • Arrangement, Mix And Mastering: Dr. Soumik Das
  • Video Production : Gray Media Production
  • Research Help : Dr. Swagatam Das
  • Label : Amara Muzik Bengali

Kali Puja Pushpanjali Mantra In Bengali :

আচমন
নমঃ বিষ্ণু। নমঃ বিষ্ণু। নমঃ বিষ্ণু।
বিষ্ণু স্মরণ
নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোহপি বা।
যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।
পুষ্পাঞ্জলি মন্ত্র
নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী
ধর্ম্মকামপ্রদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি
আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোহস্তুতে।
এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ
শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।
নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে
উমে ব্রহ্মাণি কৌমারি বিশ্বরূপে প্রসীদ মে।
ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে।
কালকৃৎ কৌশিকী ত্বং হি কাত্যায়নি নমোহস্তুতে।
এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ
শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।
নমঃ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে
কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোহস্তুতে।
সৃষ্টিস্থিতিবিনাশনং শক্তিভূতে সনাতনি
গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোহস্তুতে।
এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ
শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।
প্রণাম মন্ত্র
নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী
ধর্ম্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
শরণ্যে ত্রম্বকেগৌরি নারায়ণী নমোহস্তুতে।।

Kali Puja Pushpanjali Mantra In English :

Namoh kali kali mahakali kalike papoharini
Dhormokamprode debi narayani nomohstute
Mohisagni mohamaye chamunde mundomalini
Aauraroggye bijoyong dehi debi kattayani
Namoh sorbomongolle mangolley
shive sorbartho sadhike
Ume bromannhi koumari bisshorupe prosid mey
Bhogboti bhoychhede kattayani cho kamde
Kalkritto koushiki tong hi kattayani kattayani

more songs: Mayer Murti Gorate Chai Lyrics (মায়ের মূর্তি গড়াতে চাই) Shyama Sangeet

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here