Ekhane Akash Meshe is the latest Bengali Song Sung by Mehedi Hasan Ayon. Music Composed by Ayon. Ekhane Akash Meshe Lyrics In Bengali Written by Mehedi Hasan Ayon and Song Programming Arrangements, Mixing and Mastering By Mehedi Hasan Ayon.

  • Song : Ekhane Akash Meshe
  • Band : Metrolife
  • Album : Diprohor
  • Vocal, Lyrics & Melodica : Mehedi Hasan Ayon
  • Tune & composition: Mehedi Hasan Ayon,
  • Eshan Dhrubo, Zunaed Hossain Niloy
  • Guitars : Eshan Dhrubo, Zunaed Hossain Niloy
  • Bass : Moniruzzaman Maruf
  • Drums : Shovon Ashraf
  • Video Direction : Eshan Dhrubo
  • Cinematographer : Uditya Kumar Sharma
  • Editing and colour correction : Eshan Dhrubo

Ekhane Akash Meshe Song Lyrics In Bengali :

এই আলোয় ভেসে যাই আমি একা
সঙ্গী আমার দুঃখ বোঝাই গাড়ি,
পথের প্রান্তে পায়ের চিহ্ন আঁকা
দূরের মানুষ, তারই বা কিসের আড়ি?
এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে
আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে,
ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার
অভাবটারে,
আমিও খুঁজি প্রিয়মুখ যারা হারায় দূরে।।
খেলাঘর ফেলে ছুটেছি অন্ধকারে
ভীষণ একা হাজার লোকের ভিড়ে,
তুমিও কি বোঝো সেই একার মানে?
বিষাদের গান লেগে থাকা কানে কানে।
ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার
অভাবটারে,
আমিও খুঁজি প্রিয়মুখ যারা হারায় দূরে,
এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে
আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে।।
তোমরা গিয়েছ মুছে গেছ যত গান
ভেঙেছো অবাধ্য মায়া পিছুটান,
ঝরে যাওয়া পাতা মিশেছেই শেষে পথে
আমাদের যত স্মৃতি নিয়ে গেছে সাথে।
এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে
আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে,
ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার
অভাবটারে,
আমিও খুঁজি প্রিয় মুখ যারা হারায় দূরে।।

এখানে আকাশ মেশে লিরিক্স – মেট্রোলাইফ ব্যান্ড :

Ei aaloy vese jai ami eka
Songgi amar dukkho bojhai gari
Pother prante paayer chinho anka
Durer manush taari ba kiser aari
Ekhane akash meshe digonter opare
Amay daake harate vishon chupisare
Orao bojhe na paowa chowar
Obhabtare
Amio khuji priyo mukh jara haray dure
Khelaghor fele chutechi ondhokare
Vishon eka hajar loker bhire
Tumio ki bojho sei ekar maane
Bishader gaan lege thaka kane kane

more songs: Jhore Jhorjhoro Lyrics (ঝরে ঝরঝরো) Rudrabinar Obhishaap | Shovon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here