Tomari Chowate is the latest Bengali Song Sung by Habib Wahid & Moutushi Khan. Music Composed by Habib Wahid. Tomari Chowate Lyrics In Bengali Written by Amita Karmoker and Song Programming Arrangements, Mixing and Mastering By Habib Wahid.

  • Song : Tomari Chowate
  • Singer : Habib Wahid & Moutushi Khan
  • Tune : Habib Wahid
  • Lyrics : Amita Karmoker
  • Music Composed by : Habib Wahid

Tomari Chowate Song Lyrics In Bengali :

জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়,
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়।
তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাধা পড়ে তোমার হতে।
জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়,
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়।।
আজও আমি তাই, তোমাকে খুঁজে যাই
তোমাকে ভেবে কতো গল্প সাজাই,
তুমি জানো কি? দিবানিশি তাই
তোমারই দুটি চোখে আমি হারাই।
দূর সুদূরে
তোমাতেই যেনো আমি মিশে যাই,
ভালোবেসে একই সুরে প্রাণ বাঁধি তাই।
তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাধা পড়ে তোমার হতে।
জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়,
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়।।
দুটি চোখও আজ, খোঁজে না কিছু আর
যতনে রাখি তাই চোখের তারায়,
তোমাকে ভেবে তাই, স্বপ্ন সাজিয়ে যাই
তোমারই পথে আজ তাই পা বাড়াই।
বেঁধেছো হৃদয়
কোন সে অচেনা মায়াতে,
হারিয়ে নিজেকে খুঁজি তোমার ছায়াতে।
তোমারই তো সাথে, মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে,
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাধা পড়ে তোমার হতে।
জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়,
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়।।

তোমারই ছোঁয়াতে লিরিক্স – হাবিব ওয়াহিদ ও মৌটুসী খান :

Janina keno bare bare
Harai tomate dur nilimay
Tomari jeno khub kache
Mon pore ache ochin mayay
TOmari toh sathe matal hawate
Khone khone chaay mon tomate harate
Tomari chowate vishon mayate
Badha pore tomar hote
Aajo ami tai tomake khuje jai
Tomake vebe koto golpo sajai
Tumi jano ki dibanishi tai
Tomari duti chokhe ami harai

more songs: Srivalli Bengali Version Lyrics (শ্রীবল্লি) Usha Uthup | Pushpa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here